ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে সদর হাসপাতালের এক কর্মচারীর বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ

মোঃ মজিবর রহমান শেখ।।ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভলান্টিয়ার সুজন সহ তার সহযোগিদের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ উঠেছে । আর তাদের মদদ দেয়ার অভিযোগ তুলেছেন ঐ হাসপাতালের ডা. সাকিব ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে । রবিবার (৫ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী সড়কের মথুরাপুর নামক এলাকায় এই ঘটনা ঘটে । ভলান্টিয়ার সূজন (৩২) ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামের জাপান মিয়ার ছেলে । ভূক্তভোগীরা জানায়, ঐ ভিকটিম বালিয়াডাঙ্গী রোডে পল্লী বিদ্যুৎ বাজারে এক হোটেল শ্রমিকের কাজ করে আসছেন । সে প্রতিদিনের ন্যায় সকালে কাজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে প্রধান সড়কে দাঁড়ান। এমন সময় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের ভলান্টিয়ার সুজন রাস্তায় ভিকটিমকে একাই পেয়ে মটর সাইলে তুলে নেয়। কিছুদুর যাওয়ার পরে অটো চার্জারে থাকা ৪ জন লোক ভিকটিমকে জোরপূর্বক চার্জারে তোলে, পরে সে চিৎকার করলে তাকে ধক্কা দিয়ে সড়কে ফেলে পালিয়ে যায় । এতে ভিকটিম সঙ্গা হারিয়ে ফেলে। গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত ডা. সাকিব ইবনে আব্দুল্লাহ ভর্তি নিতে গড়িমসি করে। পরে ঠাকুরগাঁও সদর থানায় গেলে থানা পুলিশ ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার পরামর্শ দেন । ভিকটিমের স্বজনরা আরো অভিযোগ করে বলেন , আমারা সদর হাসপাতালে তিন তিনবার গেলেও ডাক্তার আমাদের ভর্তি না করিয়ে দূরব্যবহার করে। পরে বিষয়টি নিয়ে সাংবাদিকরা ঐ চিকিৎসককের কাছে ভিকটিমকে ভর্তির বিষয়টি জানতে চাইলে উল্টো দূরব্যবহার করে সকলের সঙ্গে এবং ভিকটিমের স্বজনদের অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঠাকুরগাঁও শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা এস এম মোক্তাদেরুর জ্জামান রাসেল বলেন, এরা ডাক্তার নামের কলঙ্ক। এরা সরকারের ভাবমূর্তি ক্ষূন্ন করে জামাতশিবিরের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ঐ ডাক্তার ইতিপূর্বে আমার এক স্বজনের সাথেও দূরব্যবহার করেছিল। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসাপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম চয়ন বলেন, বিষয়টি ভূল বুঝাবুঝি। তবে ভলান্টিয়ার সুজন হাসপাতালে এলেও সকাল থেকে পাওয়া যাচ্ছিল না। তদন্তপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com