লোকালয় ২৪

ঠাকুরগাঁওয়ে ৩ কেজি গাঁজা উদ্ধার, ভ্রাম্যমাণ আদালতের এক ব্যক্তির ২ মাসের কারাদণ্ড

মোঃ মজিবর রহমান শেখ : জনস্বার্থে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান ২ আগস্ট সোমবার গোপন সংবাদের ভিত্তিতে। ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বালিয়া ইউনিয়নের বশিরপাড়া এলাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, সদর থানা পুলিশ ও আনসার ফোর্সসহ মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন– ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন। এ সময় বশিরপাড়া একটি বাসার পাশে গাজা সেবনরত অবস্থায় হাতে নাতে সেখান থেকে আটক করা হয় । সে গ্রামের মৃত আমির উদ্দিন মিস্ত্রি, ছেলে মোঃ শহিদুল ইসলাম ভান্ডারী (৫৫)
তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পার্শ্ববর্তী বাসা থেকে গাজা সংগ্রহ করেছেন জানালে সেই বাসা থেকে ব্রাক্ষণবাড়িয়া থেকে আগত মোঃ মান্নাফ পাঠান(৪৮)কে আটক করা হয়। তার বহন কারী ব্যাগ থেকে প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।সে বিক্রির উদ্দেশ্যে ব্রাক্ষণবাড়িয়া থেকে এনেছেন,তা স্বীকার করেন।এ সময় স্মোঃ শহীদুল ইসলাম ভান্ডারিকে মাদক সেবনের জন্য ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন — ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার এবং আটককৃত গাজা সহ মোঃ মান্নাফ পাঠান ও বাড়ির মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা- করার নির্দেশ দেন- ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার।অভিযানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, পরিদর্শক সহ অন্যান্যরা অংশ নেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।