লোকালয় ২৪

ঠাকুরগাঁওয়ে  বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফ’র অতর্কিত গুলিবর্ষণে এলাকাবাসী আতঙ্ককিত

মোঃ মজিবর রহমান শেখ,, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিll ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া বিজিবি কোম্পানির সদর দফতরের কোটপাড়া সীমান্তের ওপারে ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার ভেলাগাছি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের অতর্কিত গুলিবর্ষণে সীমান্ত এলাকার কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে ছুটে গিয়ে আশ্রয় নেয়। এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া বিজিবি কোম্পানি সদর দফতর ক্যাম্পের কোটপাড়া সীমান্তের ৩৮৩ মেইন পিলারের ৩ সাব পিলারের কাছে  ১৩ আগষ্ট শনিবার দিবাগত রাত ২টায় কোনো কারণ ছাড়াই ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত ভেলাগাছি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে সীমান্ত এলাকার ঠগবস্তি, কোটপাড়া সহ কয়েকটি গ্রামের মানুষ আতঙ্ককিত হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে পাড়িয়া বিজিবি কোম্পানির সদর দফতর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান মিজানের সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার সংযোগ পাওয়া যায়নি। এলাকাবাসীর কাছে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত ভেলাগাছি ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা কোনো কারণ ছাড়াই ১৩ আগষ্ট শনিবার দিবাগত রাত ২টায় বাংলাদেশের দিকে লক্ষ করে অতর্কিতভাবে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ নিয়ে সীমান্তবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছে।