লোকালয় ২৪

ঠাকুরগাঁওয়ে ডায়াবেটিক হাসপাতালের জমি দখলের অভিযোগ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা ডায়াবেটিক হাসপাতালের জমির একাংশ রাতারাতি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে । গত ৯ জুন বুধবার রাতে জমি দখল করে ইটের গাথুনি দিয়ে দখলকৃত জায়গা ঘেরাও করে নেয় একদল ভূমিদস্যুরা । গত পরদিন বৃহস্পতিবার হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান ও সাধারন  সম্পাদককে ফোনে জায়গা দখলের বিষয়টি জানানো হলে  সমিতির নির্বাহী কমিটির এক জরুরী সভা ডাকে অালোচনা করা হয়। উক্ত সভায় হাসপাতালের জায়গা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সমিতির সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান জানান, ডায়াবেটিক হাসপাতালের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ঠাকুরগাঁও জেলা পরিষদ থেকে  দু’লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। কিন্তু পূর্ব সীমান্তে প্রাচীর নির্মাণের সময় বাধা দেয় এলাকার ভূমিদস্যুরা। তারা জোর পূর্বক সেখানে অবৈধ দোকান ঘর তুলতে চায়। বিষয়টি নিয়ে ডায়াবেটিক সমিতির নেতৃবৃন্দ বিভিন্ন মহলে অবগত করলেও কোন লাভ হয়নি। জমি দখলকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।