সংবাদ শিরোনাম :
মাধবপুর থেকে অপহরণের শিকার ছাত্রী ৯ দিন পর হবিগঞ্জ থেকে উদ্ধার ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ শহরের কিবরিয়া ব্রিজে আগুনে রেষ্টুরেন্ট, গ্যারেজসহ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
ট্রাম্পের মাথার বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার পুরস্কার!

ট্রাম্পের মাথার বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার পুরস্কার!

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহতের ঘটনায় ক্ষোভে ফুঁসছে ইরান। যার নির্দেশে এই হামলা সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার বিনিময়ে ৮০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে একজন বিক্ষুব্ধ ইরানি। যদিও ডেইলি মিরর সহ কয়েকটি গণমাধ্যমের দাবি ইরানের সরকার এই পুরস্কার ঘোষণা করেছে। তবে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সেই বিক্ষুব্ধ নাগরিকের বক্তব্য প্রচার করা হলেও দেশটির সরকার বা কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ এমন কোনো ঘোষণা দেয়নি।

নিউজিল্যান্ড হেরাল্ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোলাইমানিকে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুমকি দিয়েছে ইরান। একই সঙ্গে ট্রাম্পের মাথার বিনিময়ে বড় অংকের পুরস্কার ঘোষণা করা হয়েছে।

একই খবরেই বলা হয়েছে, সোলাইমানির জানাজায় লাখ লাখ ইরানি রাস্তায় জড়ো হয়েছিল। সেময় বিক্ষুব্ধ এক ব্যক্তি ট্রামের মাথার মূল্য ঘোষণা করেন। তার এই ঘোষণাটি ইরানের টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হয়।

মূলত, কাসেম সোলাইমানিকে হত্যার পর তাকে সম্মান জানাতে আসা এক বিক্ষুব্ধ ইরানি নাগরিক বলেন, যার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে তার মাথা এনে দিতে পারলে আমাদের সবার পক্ষ থেকে পুরস্কার হিসেবে ৮০ মিলিয়ন ডলার দেয়া হবে। ইরানের ৮০ মিলিয়ন মানুষের প্রত্যেকে এক ডলার করে দিলে ৮০ মিলিয়ন ডলার হবে।

শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের এক হামলায় ইরানের কুদস বাহিনীর ক্ষমতাধর জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। পেন্টাগন জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে এরই মধ্যে কঠোর অবস্থানে গেছে ইরান। ২০১৫ সালের করা পরামাণু চুক্তি আর মেনে চলবে না বলে জানিয়েছে তারা। অর্থাৎ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, মজুদ, গবেষণা ও উন্নয়নের কাজে আর কোনো সীমাবদ্ধতা তারা রাখবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com