সংবাদ শিরোনাম :
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা নাঈম

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা নাঈম

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা নাঈম
টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের দ্বিতীয় সেরা নাঈম

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটা শেষ পর্যন্ত বাংলাদেশের জেতা হয়নি। তবে এই সিরিজে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি মোহাম্মদ নাঈম শেখ।

তিন ম্যাচ সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম। বাঁহাতি ওপেনার নিজের অভিষেক সিরিজে তিন ম্যাচে ৪৭.৬৬ গড়ে করেছেন ১৪৩ রান। প্রথম ম্যাচে ২৬, এরপর ৩৬, আর শেষ ম্যাচে ৪৮ বলে খেলেন ৮১ রানের দুর্দান্ত ইনিংস।

এই সিরিজ দিয়েই আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে আত্মপ্রকাশ ঘটেছে নাঈমের। সোমবার আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে আছেন নাঈম।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নাঈম দ্বিতীয় সেরা অবস্থানে আছেন। তার ওপরে আছেন শুধু মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করা মাহমুদউল্লাহ আছেন ২৯তম স্থানে।

সেরা পঞ্চাশের মধ্যে আছেন আর শুধু লিটন দাস, ৪১তম। সৌম্য সরকার ও মুশফিকুর রহিম আছেন যথাক্রমে ৫১ ও ৫২তম স্থানে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com