টাঙ্গাইল- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় বিদ্যালয় কর্তৃক আয়োজিত পিকনিকে হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর অভিযোগ উঠেছে।
সোমবার (২৮ জানুয়ারি) শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর ঘটনাটি প্রকাশ পেলে প্রতিবাদে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ক্লাশ বর্জন করে। এরপর ঘটনাটি গ্রামবাসীদের মধ্যে জানাজানি হলে এলাকাবাসী প্রথমে বিদ্যালয় ঘেরাও করে প্রতিবাদ করে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্কুলের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার উপজেলার ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের নিয়ে গাজীপুরের সাফারি পার্কে বার্ষিক বনভোজনের আয়োজন করেন। স্কুলের দুই শতাধিক শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা তুলে এ বনভোজন করা হয়। বনভোজনে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী ২২ জন শিক্ষার্থী ছিল।
হিন্দু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান, বনভোজনে দুপুরে খাওয়ার জন্য গরুর মাংসের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু সেখানে হিন্দু শিক্ষার্থীদের জন্য আলাদা কোনো খাবারের ব্যবস্থা ছিল না। আগে থেকে তাদের বিষয়টা জানানোও হয়নি। হিন্দু শিক্ষার্থীরা খাওয়ার পর জানতে পারে তাদের গরুর মাংস খাওয়ানো হয়েছে। পরে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক জাফর ইকবালকে জানানো হলে তিনি বলেন, ‘একদিন খেলে কিছু হবে না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এক হিন্দু শিক্ষার্থী অভিযোগ করে বলে, ‘গাজীপুরের সাফারি পার্কে পিকনিকে যাওয়ার জন্য আমরা ৩০০ টাকা করে চাঁদা দিয়েছি। গরুর মাংসের কথা প্রধান শিক্ষক স্যারকে জানালে তিনি বলেন, একদিন খেলে কিছু হবে না, খাবি না তো আসলি কেন? পরে বিষয়টি আমাদের অভিভাবকদের অবহিত করি। এ ঘটনায় প্রধান শিক্ষকের শাস্তি দাবি করে আমরা ক্লাশ বর্জন করেছি। এ ছাড়া এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে বিদ্যালয় বন্ধ করে দেয়।’
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সরন দত্ত বলেন, ‘পিকনিকে যদি হিন্দু শিক্ষার্থীদের গরুর মাংস খেতে দেওয়া হয় তাহলে ঠিক হয়নি। শুনেছি প্রধান শিক্ষক হিন্দু শিক্ষার্থীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করেননি। এতে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। উত্তেজিত এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করে এর প্রতিবাদ করেছে।’
তবে শিক্ষার্থীদের গরুর মাংস খাওয়ানোর কথা অস্বীকার করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল।
এদিকে বিষয়টি নিয়ে আজ মঙ্গলবার ইউএনও, ওসিসহ এলাকার লোকজন নিয়ে জরুরি মিটিং ডাকা হয়েছে বলে জানান ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তাহেরুল ইসলাম তোতা।
জানতে চাইলে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘আমি ঘটনাটি শুনেছি। সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেলে অবশ্যই দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’