টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে নেশাগ্রস্ত অবস্থায় মন্দিরের দুর্গা প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই পুলিশ অভিযুক্ত আলমনগর ইউনিয়নের ইউপি সদস্য বাবুল হোসেনকে গ্রেপ্তার করেছে।
গোপালপুর থানার ওসি হাসান আল মামুন বলেন, গতকাল রাতে উপজেলার নয়াপাড়া এলাকায় মদ খেয়ে মাতলামি করে নির্মাণাধীন মন্দিরের দুর্গা প্রতিমা ভাংচুর করেন ইউপি সদস্য বাবুল। পরে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউপি সদস্যকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
মন্দির কমিটির সভাপতি সুজন চন্দ্র দাস বাদী হয়ে গোপালপুর থানায় রাতে তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। পরে আজ শনিবার তাকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।