টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি

টাইব্রেকারে স্পেনকে হারিয়ে ফাইনালে ইতালি

http://lokaloy24.com
http://lokaloy24.com

লোকালয় ডেস্ক:ইতালির কাছে হেরে ইউরো চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিয়েছে স্পেন। মঙ্গলবার রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ফাইনালে জায়গা করে নিলো চার বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।

ম্যাচের ৬০ তম মিনিটে ফেডারিকা চিয়েসোর গোলে এগিয়ে গিয়েছিল ইতালি। এরপর আলভারো মোরাতার গোলে সমতা আনে স্পেন। ম্যাচটি শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-২ ব্যবধানে হারে স্পেন।

টানা ৩৩ ম্যাচ অপরাজিত থেকে থেকে আগামী ১১ জুলাই এই মাঠেই ফাইনাল খেলবে ইতালি। ১৯৬৮ সালে প্রথম ইউরো জেতার পর ২০০০ ও ২০১২ সালে ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয় তাদের। এবার দ্বিতীয় শিরোপা জেতার অপেক্ষায় আজ্জুরিরা, তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে বুধবারের ইংল্যান্ড-ডেনমার্ক সেমিফাইনালের পর।

২০০৮ সালে কোয়ার্টার ফাইনাল ও ২০১২ সালে ফাইনালে এই স্পেনের কাছে হেরেছিল ইতালি। তারাই ২০১৬ সালে শেষ ষোলোতে স্প্যানিশদের বিদায়ের পথ দেখায়। এবারও সেই ধারা ধরে রাখলো রবার্তো মানচিনির দল। ইউরোর ইতিহাসে টানা দুই ম্যাচে পাঁচ গোল করা স্পেন থামলো সেমিফাইনালে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com