সংবাদ শিরোনাম :
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক :ওয়ালটন ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগে বোলিং করছে বাংলাদেশ।

ডাবলিনের ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাটিং নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান, টস জিতলে তিনিও ব্যাটিং নিতেন। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায়।

জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়রা নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়েছে ১৯৬ রানের বিশাল ব্যবধানে। সেই ম্যাচে বিশ্ব রেকর্ড ৩৬৫ রানের উদ্বোধনী জুটি গড়েন শাই হোপ ও জন ক্যাম্পবেল।

একই দিন আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে পঞ্চাশ ওভারের প্রস্তুতি ম্যাচে ৮৮ রানে হারে বাংলাদেশ। ব্যাটিং কিংবা বোলিংয়ে বাংলাদেশের প্রস্তুতিটা তেমন ভালো হয়নি।

মাশরাফি বিন মুর্তজাসহ মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফউদ্দিন প্রস্তুতি ম্যাচে খেলেননি। তারা সবাই আজ খেলছেন।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে ১৭৯ রান করা ক্যাম্পবেল চোটের কারণে আজ বাদ পড়েছেন। তার জায়গায় খেলছেন শেন ডোরিচ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এর আগে ওয়ানডেতে মুখোমুখি হয়েছে ৩৪ বার। যেখানে বাংলাদেশের জয় ১১টি, ওয়েস্ট ইন্ডিজের ২১টি, বাকি দুই ম্যাচের ফল হয়নি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), শেন ডোরিচ, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জনাথন কার্টার, সুনীল অ্যামব্রিস, অ্যাশলে নার্স, কেমার রোচ, শেলডন কটরেল, শ্যানন গ্যাব্রিয়েল।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com