নিজস্ব প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, সাংবাদিকতাকে ভালোবাসতে হবে। আগামীতে যারা সাংবাদিকতাকে গ্রহণ করবে, তাদের এখন থেকেই এটিকে ভালোবাসা দরকার।
শনিবার জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) আয়োজিত সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এই পেশায় অনেক ঝুঁকি আছে। জীবনের ঝুঁকি তো আছেই। চাকরির নিশ্চয়তার ঝুঁকিও আছে। নানা ধরনের বাধা বিপত্তি আছে। কিন্তু সেগুলো হাসি-মুখে গ্রহণ করতে হবে এই কারণে যে, আমি জীবনে সত্য প্রকাশ করতে চাই। সত্যের উপরই সবকিছু প্রতিষ্ঠিত।’ সভ্যতা এ
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘সাংবাদিকতা ছাড়াও নানা পেশা তোমাদের জন্য উন্মুক্ত থাকবে। কিন্তু এই যে তুমি ভর্তি হয়েছো সাংবাদিকতা বিভাগে এজন্য তোমাদের আমি অভিনন্দন জানাই। তোমরা সাহস করেছো সত্যের সঙ্গে থাকবে। সত্যের সঙ্গে থাকার এই যে তোমাদের ইচ্ছা, এটি একটি বড় কাজ। আমি আশা করবো তোমরা প্রত্যেকে যে বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছো সেই বিশ্ববিদ্যালয়ে থেকে কৃতিত্বের সঙ্গে ডিগ্রি নিয়ে বেরিয়ে যাবে। এবং এই বেরিয়ে যাওয়ার জন্য আগামী ৪ থেকে ৫ বছর তোমরা যে প্রস্তুতি নিবে এর মূল প্রস্তুতি হবে সত্যনিষ্ঠ থাকার।’
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আরো বলেন, ‘অনেক প্রলোভন থাকবে, অনেক ঝুঁকিও থাকবে। কিন্তু তারপরেও নিজেকে সত্যের পথে রাখতে হবে। সত্যের প্রশিক্ষণ ভালো হলে সাংবাদিকতা পেশায় যাওয়ার পর সেখানে ভালো করা সম্ভব হবে। কিংবা অন্য কোনো পেশাতে গেলে সেখানেও তুমি ভালো করবে। কারণ সত্যের জয় সর্বত্র।’
বিজেএসসি’র সাধারণ সম্পাদক ইমরান আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব আবু আলম মো. শহিদ খান, ঢাবি’র সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মফিজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শাহ মো. নিসতার জাহান কবির, সাংবাদিক বরুন ভৌমিক নয়ন, বিজেএসসি’র সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে অধ্যয়নরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।