লোকালয় ২৪

জয়পুরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকচাপায় আবুল কালাম আজাদ (৪৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আলাউদ্দীন নামে আরও এক আরোহী।

সোমবার (০২ মার্চ) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আজাদ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী গ্রামের মৃত. আব্দুল কাদেরের ছেলে। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার আর অ্যান্ড আর কোল্ড স্টোরেজের ম্যানেজার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলু সংগ্রহ করার উদ্দেশ্যে সহকারী ম্যানেজার আলাউদ্দীনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বের হন আজাদ। পরে বিভিন্ন স্থানে আলু চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সর্বশেষ দুপুরে কালাই বাসস্ট্যান্ড পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদের মৃত্যু হয় এবং গুরুতর আহত হন আলাউদ্দীন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।