জেলা কৃষকলীগের শোক সভায় এমপি আবু জাহির ॥ পলাতক বঙ্গবন্ধুর ৪ খুনিকে দেশে এনে বিচার কার্যকর করা হবে

জেলা কৃষকলীগের শোক সভায় এমপি আবু জাহির ॥ পলাতক বঙ্গবন্ধুর ৪ খুনিকে দেশে এনে বিচার কার্যকর করা হবে

জেলা কৃষকলীগের শোক সভায় এমপি আবু জাহির ॥ পলাতক বঙ্গবন্ধুর ৪ খুনিকে দেশে এনে বিচার কার্যকর করা হব

মোঃ সনজব আলীঃ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন-আমরা ক্ষমতা আসার পর কালো আইন বাতিল করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচার করা হয়েছে। বাকি ৪ পলাতক আসামীদের দেশে এনে বিচার কার্যকর করা হবে। তিনি আওয়ামীলীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয়। আর বিএনপি ক্ষমতায় আসলে তাদের দলের নেতাকর্মীরা মোটা তাজা হয়। গতকাল রাতে হবিগঞ্জ শহরের নতুন খোয়াইমুখ এলাকার নূরুল হেরা মসজিদের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা কৃষকলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০০১ সালে ক্ষমতা হস্তান্তরের সময় বিদ্যুৎ উৎপাদনের সমক্ষতা ছিল ৪ হাজার ৩শ’ মেগাওয়াট। ২০০৯ সালে আবার যখন ক্ষমতা গ্রহণ করি তখন পেয়েছিলাম মাত্র ৩ হাজার ২শ’ মেগাওয়াট। অর্থাৎ বিএনপি-জামায়াতের দুঃশাসনে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১১শ’ মেগাওয়াট কমে গিয়েছিল। তিনি বলেন, বিএনপি-জামায়াতের দুঃসহ দিনগুলোতে মানুষকে ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিংয়ের যন্ত্রনা ভোগ করতে হতো। বিদ্যুতের জন্য আন্দোলন করতে গিয়ে মানুষকে প্রাণ দিতে হয়েছে। আমরা ক্ষমতায় এসে ৩ হাজার মেগাওয়াট থেকে এখন ২৫ হাজার মেগওয়াটে উন্নতি হয়েছে। তিনি বলেন-হবিগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা তার কর্মদক্ষতার মাধ্যমে কৃষকলীগকে তৃণমূল শুধু করে একটি সংগঠিত সংগঠন হিসেবে ধার করিয়েছেন। তার নেতৃত্বে কৃষকলীগ আরো সংগঠিত হবে বলে তিনি প্রত্যাশা করেন। জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবির রেজার সভাপতিত্বে ও সঞ্জয় কুমার রায়ের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. হাবিবুর রহমান মোল্লা। বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি যথাক্রমে শাহজাহান চৌধুরী সেজু, এস কে শাহীন আহমেদ, শফিকুল আলম চৌধুরী ও আতাউর রহমান বাবুল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম আজমান মিয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ আলম সারোয়ার, পানি সেচ ও বিদ্যুত বিষয়ক সম্পাদক সৈয়দ মাসুদুল আলম শামীম, কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ তাহির মিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এমএ তাহির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক কাজল আহমেদ, সমবায় বিষয়ক সম্পাদক গৌরিশ রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, জেলা কৃষক লীগ নেতা অ্যাডভোকেট সুলতান আহমেদ, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, আজিজুল হাকিম, মোঃ মনু মিয়া, আক্কাস মিয়া, বাহুবল উপজেলা কৃষক লীগ আহবায়ক আব্দুন নূর, বানিয়াচং উপজেলা কৃষক লীগ আহবায়ক কামাল উদ্দিন লাল মিয়া, নবীগঞ্জ উপজেলা কৃষক লীগ আহবায়ক ফরহাদুজ্জামান মুহিত। এছাড়াও কৃষক লীগ নেতা সাইদুর রহমান, জুয়েল মিয়া, সুমন মিয়া, সোহাগ মিয়া, রুহুল আমিনসহ হবিগঞ্জ জেলা কৃষক লীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এর আগে শোকের মাস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে জেলা কৃষক লীগ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com