লোকালয় ২৪

জেনারেল আজিজের ভিসা নিয়ে মন্তব্য করতে রাজি না মার্কিন স্টেট ডিপার্টমেন্ট

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের মার্কিন ভিসা প্রত্যাহার করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, গত ২৪ জুন অবসরে যাওয়া আজিজ আহমেদের মার্কিন ভিসা প্রত্যাহার করা হয়েছে এবং এ বিষয়ে তাকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

দ্য ডেইলি স্টারকে দেওয়া ইমেইলের উত্তরে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, ‘মার্কিন আইনে ভিসা রেকর্ড গোপনীয়। তাই, আমরা কারো ভিসার তথ্য দিতে পারি না।’

ঢাকাস্থ মার্কিন দূতাবাসও একই কথা জানিয়েছে।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসও বিষয়টি সম্পর্কে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কাছে জানতে চায়। কিন্তু তা নিশ্চিত করা যায়নি বলে দূতাবাসের একজন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

মানবাধিকার লঙ্ঘন ও নিপীড়নের অভিযোগে র‌্যাব এবং এর বর্তমান ও সাবেক ৭ কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপের পরই বিষয়টি সামনে এসেছে।