লোকালয় ডেস্কঃ জিম্বাবুয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি বাসে বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবরা রাতে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের মুখপাত্র চ্যারিটি চারাম্বা বলেন, আহতদের অনেকে মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, রাজধানী হারারে থেকে ৩৪০ মাইল দক্ষিণের গুয়ান্ডা জেলায় এই ঘটনা ঘটে। চারাম্বা বলেন, এখন পর্যন্ত আমরা জানি ৪২ জনের বেশি নিহত হয়েছেন। আমাদের পুলিশ সদস্যরা সেখানে অবস্থান করছেন।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে এক যাত্রীর কাছে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই দুর্ঘটনা ঘটে। জিম্বাবুয়ে ব্রডকাস্টিং করপোরেশন পুড়ে যাওয়া বাসটির ছবি প্রকাশ করেছে।
দেশটির প্রেসিডেন্ট এমারসন নাংওয়া বলেছেন, সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।