লোকালয় ২৪

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে বাংলাদেশ পাবে ১ রেটিং পয়েন্ট

জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলে বাংলাদেশ পাবে ১ রেটিং পয়েন্ট

খেলাধুলা ডেস্কঃ চলতি বছর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বছরের শুরুতে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ক্রেমার, সিকান্দার রাজারা। এবার আসছে পূর্ণাঙ্গ সফরে। তিনটি ওয়ানডের পর দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।

১৫ অক্টোবর জিম্বাবুয়ে ঢাকায় পা রাখবে। ১৯ অক্টোবর বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। মূল ম্যাচ শুরু হবে ২১ অক্টোবর। ঢাকায় প্রথম ওয়ানডে হওয়ার পর পরের দুটি ওয়ানডে হবে ২৪ ও ২৬ অক্টোবর। দুটি ওয়ানডেই হবে চট্টগ্রামে।

ঘরের মাঠে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশের র‌্যাঙ্কিংয়ের পরিবর্তন হবে না। রেটিং পয়েন্টেরও বড় কোনো পরিবর্তন আসবে না। জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বাড়বে এক। তবে জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ করতে পারলে বাংলাদেশ হারাবে ৮ রেটিং পয়েন্ট। জিম্বাবুয়ে একটি ম্যাচ জিতলেও বাংলাদেশ ৩ রেটিং পয়েন্ট হারাবে। প্রথম দুই ওয়ানডের জন্য একই রেটিং পয়েন্ট কমবে বাংলাদেশ। শেষ ওয়ানডে হারলে কমবে ২ রেটিং পয়েন্ট।

জিম্বাবুয়ে ও বাংলাদেশের ক্রিকেটে এখন অনেক পার্থক্য। র‌্যাঙ্কিং ও মাঠের শ্রেষ্ঠত্ব বলছে সে কথা। ৯২ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। ৫৩ রেটিং পয়েন্ট নিয়ে জিম্বাবুয়ের অবস্থান ১১তম স্থানে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ৬৯ ম্যাচে বাংলাদেশ জিতেছে ৪১টি, জিম্বাবুয়ের জয় ২৮টি। সবশেষ ১০ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচ জিতেনি জিম্বাবুয়ে। সবশেষ জিতেছিল ২০১৩ সালের ৮ মে বুলাওয়েতে। তবে শেষ ১০ ম্যাচের প্রতিটি বাংলাদেশের ডেরায় এসে হেরেছে জিম্বাবুয়ে।

সাম্প্রতিক সময়েও খুব ফর্মে নেই জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে তারা।