সংবাদ শিরোনাম :
জিএম কাদেরকে পুনর্বহালের দাবিতে গণপদত্যাগের হুমকি

জিএম কাদেরকে পুনর্বহালের দাবিতে গণপদত্যাগের হুমকি

জিএম কাদেরকে পুনর্বহালের দাবিতে গণপদত্যাগের হুমকি
জিএম কাদেরকে পুনর্বহালের দাবিতে গণপদত্যাগের হুমকি

লোকালয় ডেস্কঃ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা হিসেবে জিএম কাদেরকে পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রংপুর জেলাসহ রংপুর বিভাগের আট জেলার জাপা নেতারা। আজ বুধবার দুপুরে রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। আগামী ৫ এপ্রিলের মধ্যে জিএম কাদেরকে পুনর্বহাল না করলে রংপুর বিভাগের সব নেতাকর্মী পদত্যাগ করবেন এবং সেই সঙ্গে রংপুর বিভাগে দলের সব ধরনের কর্মকাণ্ড প্রতিহত করার ঘোষণা দিয়েছেন নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন রংপুর সিটি মেয়র ও মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বলেন, ‘এইচ এম এরশাদকে ভুল বুঝিয়ে জাপাকে ধ্বংসের গভীর ও পরিকল্পিত চক্রান্ত চলছে। সেই চক্রান্ত বাস্তবায়ন করতেই জাপার কো-চেয়ারম্যানের পদ থেকে দলের সবচেয়ে পরিচ্ছন্ন রাজনীতিবিদ গোলাম মোহাম্মদ কাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। যা জাপার মূল ধারার কোনও স্তরের নেতাকর্মীর পক্ষে মানা সম্ভব নয়। সে কারণে জাতীয় পার্টিকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং চক্রান্তকারীদের ষড়যন্ত্র প্রতিহত করার জন্য আমরা বাধ্য হয়ে সংবাদ সম্মেলন করছি।’

লিখিত অভিযোগে তিনি আরও বলেন, ‘আমরা রংপুর বিভাগের আট জেলা, মহানগর, পৌরসভা ও উপজেলার নেতাকর্মীরা জাতীয় পার্টির ক্রান্তিকাল থেকে এখন পর্যন্ত দলকে সংগঠিত করার জন্য সামর্থ্য অনুয়ায়ী চেষ্টা করে যাচ্ছি। কিন্তু আমরা লক্ষ্য করছি, কেন্দ্রীয় কমিটিতে একটি কুচক্রি মহল দলের চেয়ারম্যান এরশাদকে ভুল বুঝিয়ে বার বার সিদ্ধান্ত পরিবর্তন করার প্ররোচনা দিয়ে আসছে। এতে করে জাতীয় পার্টির সুনাম ক্ষুণ্নের পাশাপাশি দলের চেয়ারম্যান এরশাদের ব্যাপারেও দেশের জনগণ ও নেতাকর্মীদের মধ্যে ভুল ধারণা হচ্ছে। ওই কুচক্রি মহলটির প্ররোচনায় গত ২২ মার্চ জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদেরকে স্বপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা দলের প্রধান এইচ এম এরশাদের এ সিদ্ধান্তের সঙ্গে একমত নই, সে কারণে এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘আমরা মনে করি যে মুহূর্তে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার সময়, সেই সময় এরশাদের ছোট ভাই যিনি দেশ বিদেশে পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে পরিচিত সেই গোলাম মোহাম্মদ কাদেরকে পদ-পদবী থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত আত্মঘাতী সিদ্ধান্ত। সে কারণে আগামী ৫ এপ্রিলের মধ্যে গোলাম মোহাম্মদ কাদেরের অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনরায় তাকে স্বপদে বহাল করার জন্য এরশাদের প্রতি দাবি জানাই। অন্যথায় রংপুর বিভাগের সব নেতাকর্মী গণপদত্যাগ করবেন। সেই সঙ্গে রংপুর বিভাগে দলের যে কোনও কর্মকাণ্ড প্রতিহত করা হবে।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর জাপা সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা জাপার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুর রাজ্জাক এবং নীলফামারী জেলা জাপার সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ, কুড়িগ্রাম জেলা জাপার সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, লালমনিরহাট জেলা জাপার সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন, ঠাকুরগাঁও জেলা জাপা সাধারণ সম্পাদক রবিউল হাসান স্বপন, দিনাজপুর জেলা জাপার সাধারণ সম্পাদক আহাম্মেদ শফি রুবেল ও পঞ্চগড় জেলা জাপা সভাপতি আবু সালেহসহ অন্যান্য নেতারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com