জাল সার্টিফিকেট দিয়ে লাইব্রেরীর সদস্য নির্বাচিত!

জাল সার্টিফিকেট দিয়ে লাইব্রেরীর সদস্য নির্বাচিত!

জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার হবিগঞ্জের বাহুবল উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম শামীম। ছবি: ফাইল ছবি

বাহুবল প্রতিনিধি: জাতীয় দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম শামীম এইচএসসির ভুয়া সার্টিফিকেট দাখিল করে বাহুবল পাবলিক লাইব্রেরীর সদস্য নির্বাচিত হন এবং কার্যকরি কমিটির নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ পত্রের একটি ছবি।

সোমবার (২৭ আগষ্ট) দুপুরে জসিম উদ্দিন বাদী হয়ে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, জসিম উদ্দিন গত ১১ অাগস্ট বাহুবল পাবলিক লাইব্রেরীর একজন সদস্য, ভোটার নং ৪১। তিনি কার্যকরি কমিটিতে নির্বাহী সদস্য পদে নির্বাচন করেছেন। কিন্তু মনিরুল ইসলাম শামীম ভোটার নং ১২৩ সে এইএসসির জাল সনদ দিয়ে সাধারন সদস্য পদ গ্রহন করে উক্ত নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। তিনি মনে করছেন এহেন জালিয়াতির ফলে তার নির্বাচনে পরাজয়ের ব্যাপারে প্রভাব বিস্তার করে।
এমতাবস্থায় তিনি যাবতীয় কাগজপত্রাদি যাচাই বাছাই পূর্বক প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। শামীম বাহুবল কলেজের ছাত্র ছিলনা বলেও নিশ্চিত করেছেন বাহুবল কলেজের অধ্যক্ষ অাব্দুর রব শাহিন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও বাহুবল পাবলিক লাইব্রেরীর সভাপতি বলেন, সার্টিফিকেট ভূয়া প্রমানিত হল আইন গত ব্যবস্থা নেয়া হবে।
লোকালয়/একে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com