লোকালয় ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের একটি পুকরে হাত জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। দুর্লভ প্রজাতির ওই মাছের বৈজ্ঞানিক নাম ‘সাকার মাউথ’ ক্যাটফিস।বিরল প্রজাতির মাছটি ধরা পরার খবর জানাজানি হলে উৎসুক জনতা মাছটিকে একনজড় দেখার জন্য মুল্লক শাহ চৌধুরী বাড়িতে ভিড় জমে। বহির্বিশ্বের কয়েকটি দেশে এই মাছ পাওয়া যায়।
মঙ্গলবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুল্লক শাহ চৌধুরী বাড়ির পাশের পুকরে হাত জাল দিয়ে মাছ ধরার সময় একই বাড়ির মৃত কামল উদ্দীনের ছেলে মোরশেদ আলমের হাত জালে প্রায় এক কেজি ওজনের ওই মাছটি আটকা পড়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের অধ্যাপক হালদা বিষেজ্ঞ ড.মনজুরুল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এই মাছ পানির তলদেশে বাস করে এবং শেওলাজাতীয় উদ্ভিদ খেয়ে থাকে। এরা খুবই শান্ত স্বভাবের হয়। এই মাছ ইকোরিয়ামে রাখা হয়।এটি একটি সাকার মাউথ ক্যাটফিশ। বিরল প্রজাতির স্বাদু পানির মাছ। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। এরা নদীতে পানির সবচাইতে নিচু অংশে থাকে, এ কারণে এ মাছটি সহজে ধরা পড়ে না।
Leave a Reply