লোকালয় ২৪

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী গ্রেফতার

জামায়াতের সাবেক এমপি শাহজাহান চৌধুরী। ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর খুলশি থানাধীন মুরগির ফার্ম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চট্টগ্রাম গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো. কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ ছিল।

গ্রেফতারের সময় কিছু উদ্ধার করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে পরবর্তীতে জানানো হবে।