লোকালয় ডেস্কঃ জামায়াত যে রূপেই আসুক না কেন, তৎকালীন জামায়াতে ইসলামীতে যারা ছিলেন তারা মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত থাকলে জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মুক্তধারা ফাউন্ডেশন নিউইয়র্ক স্টেট গভর্নর কর্তৃক ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশ ইমিগ্রেশন ডে’ হিসেবে ঘোষণাপত্রটি হস্তান্তর শেষে তিনি এসব কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ‘জামায়াতের বিষয়ে যে মামলাটি আপিল বিভাগে পেন্ডিং, সেটি তাদের নিবন্ধন বাতিল করার বিষয়ে। হাইকোর্ট ডিভিশন তাদের বিরুদ্ধে রায়ে বলে দিয়েছে নিবন্ধন বাতিল করার জন্য। এ বিষয়ে তারা আপিল করেছে। সেটি পেন্ডিং আছে। সেই আপিলে যদি আপিল বিভাগ হাইকোর্ট ডিভিশনের রায় বহাল রাখেন, তাহলে জামায়াতের নিবন্ধন বাতিল হবে। এবং তারা বাংলাদেশ আর রাজনৈতিক দল হিসেবে থাকতে পারবে না।’
আইনমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি যুদ্ধাপরাধী, ১৯৭১ সালে তারা যে মানবতাবিরোধী অপরাধ করেছে, সেটার বিচার করা। জামায়াত যে রূপেই আসুক না কেন, তৎকালীন জামায়াতে ইসলামীতে যারা ছিল, তারা এই অপরাধে সম্পৃক্ত থাকলে তাদের জবাবদিহি করতে হবে।’
Leave a Reply