স্টাফ রিপোর্টার: শায়েস্তাগঞ্জে কাজী সমিতির সভাপতি মাওলানা কাজী আব্দুল জলিলসহ হবিগঞ্জের বিভিন্ন স্থানে বিএনপি যুবদল ছাত্রদল নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- শায়েস্তাগঞ্জে কাজী সমিতির সভাপতি ও মডেল কামিল মাদ্রাসার লাইব্রেরিয়ান মাওলানা কাজী আব্দুল জলিল, চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি সাবেক মেম্বার মন্নাফ মিয়া, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়ন শাখার সভাপতি ঈশা খা, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান। চুনারুঘাট, নবীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ থানা পুলিশ আলাদা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।