জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘তরী’র সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের ৩৬ তম ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।
শুক্রবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
তরীর উপদেষ্টা ও সরকার এবং রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক তরিকুল ইসলাম, তরীর অন্যতম প্রতিষ্ঠাতা আবু ইউসুফ আহমেদ শান্ত, সাদিক হোসেন, সোহেলুর রহমান, আজিজুর রহমান, ইমরান হোসেন, ইউসুফ আলি, শফিকুল ইসলাম খান, মিনহাজ মুরাদ, পার্থ সারথী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
তরীর প্রায় শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
২০০৮ সালের ২৯ এপ্রিল জাবির ৩৬তম ব্যাচের শিক্ষার্থীরা ছিন্নমূল ও গরীব শিশুদের পাঠদানের উদ্দেশ্যে তরী প্রতিষ্ঠা করা হয়।