লোকালয় ২৪

জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলি বিনিময়

জাবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলি বিনিময়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় উভয় পক্ষের ছোড়া ইট-পাটকেলের আঘাতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বুধবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় আড়াইটার দিকে মওলানা ভাসানী হল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় উভয়পক্ষ কয়েক রাউন্ড গুলি বিনিময় করে। পরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষকালে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল বিনিময় হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ থামাতে গিয়ে সহকারী প্রক্টর মহিবুর রৌফ শৈবাল ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এছাড়া সংঘর্ষের ভিডিও ধারণ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ে কর্মরত জুবায়ের কামাল নামের এক সাংবাদিক ছাত্রলীগ কর্মীদের মারধরের শিকার হয়েছেন।

সংঘর্ষে আহতদের বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বিকাল ৪টা ২০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংষর্ষ থামলেও ছাত্রলীগ নেতাকর্মীরা নিজ নিজ হলের সামনে অবস্থান করছেন, ‍ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।