জাফর ইকবাল একটা পাগল: জুয়েল আইচ

জাফর ইকবাল একটা পাগল: জুয়েল আইচ

জাফর ইকবাল একটা পাগল: জুয়েল আইচ
জাফর ইকবাল একটা পাগল: জুয়েল আইচ

বার্তা ডেস্কঃ বাংলাদেশের প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। তিনি একাধারে একজন জাদুশিল্পী, বংশীবাদক এবং চিত্রশিল্পী। তবলা বাজানোর ক্ষেত্রেও পারদর্শীতা রয়েছে তার। তবে একজন মুক্তিযোদ্ধার বড় পরিচয় বোধহয় একাত্তরে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধ করাটাই। জুয়েল আইচ একজন মুক্তিযোদ্ধাও।

দেশের শিশু অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘ দিন ধরে কাজ করে যাচ্ছেন তিনি। ইউনিসেফের অ্যাডভোকেট হয়ে কাজ করছেন শিশুদের অধিকার আদায়ে। গতকাল তিনি প্রধান অতিথি হয়ে গিয়েছিলেন সেন্ট যোসেফ কলেজ আয়োজিত জাতীয় গণিত উৎসবে। নিজের সে অনুভূতি ও অভিজ্ঞতা ব্যক্ত করতে গিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রথমেই তিনি স্মরণ করেন সম্প্রতি সন্ত্রাসী হামলায় আঘাতপ্রাপ্ত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে।

গণিত ও বিজ্ঞান চর্চায় জাফর ইকবালের উৎসাহ-উদ্দীপনাকে পাগলামী আখ্যায়িত করে নিজের ফেসবুক স্ট্যাটাসে জুয়েল আইচ লিখেন, ‘জাফর ইকবাল একটা পাগল। গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান চর্চা, আরও হাবিজাবি করে এখন হাসপাতালে চিৎপটাং। পাগল নাহলে, জেনে-শুনে এমন কেউ করে?’

গণিত উৎসবে উপস্থিত তরুণ-তরুণীদের তারুণ্যের উচ্ছ্বাস দেখে মুগ্ধ জুয়েল আইচ আরও বলেন, ‘সামনে মাঠ ভর্তি হাজারও উচ্ছ্বল তরুণ-তরুণী। মঞ্চটা সহজ- সুন্দর। মন ভরে গেল। কচি মনে শুনে সহ্য করার যোগ্য একটি গল্পও বলতে হল। আহা তারুণ্যের ঝড়ো হাত তালি! সব কষ্ট ভোলানোর শান্তি। অস্তিত্বের গায়ে আরাম বুলিয়ে দেওয়ার সুখ।’

তবে তারণ্যের এই বাধভাঙা উচ্ছ্বাস দেখে মুগ্ধতার পাশাপাশি পরম এক দুঃখ বোধও কাজ করলো তার ভেতর। তিনি তার স্ট্যাটাসে উল্লেখ করেন, প্রেমের সঙ্গে শ্রমের সঙ্গমে জাদুকর হওয়া যায় হয়তো। এমনকি হওয়া যায় বংশীবাদক, ভাস্কর, চিত্রশিল্পী, লেখক-পাঠক বা মুক্তিযোদ্ধা। কিন্তু তারণ্য ফিরে পাওয়া যায় না। এ হতাশা বোধ থেকেই তিনি লিখেছেন, ‘হায়! এক নদীতে দু’বার ডুব দেওয়ার উপায় কারো জানা নেই। আমার নেই, জাফর ইকবালেরও নেই। আমরা আলোর মশাল শুধু তরুণদের হাতে তুলে দিতেই পারি। এর বেশি কিছু নয়। বিজ্ঞান তা-ই বলে।’

গণিত উৎসবের একজন অন্যতম উদ্যোক্তা ড. মুহম্মদ জাফর ইকবাল। বিজ্ঞান ও গণিত চর্চার ব্যাপারে শিক্ষার্থীদের উদ্যোমী করে তুলতে তিনি একজন অন্যতম পথিকৃৎ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com