লোকালয় ডেস্কঃ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ভেতরে ও বাইরে দেশের সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে। এজন্য পার্টিকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করে গড়ে তোলা হচ্ছে।
মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজধানীর উত্তরার নিজ বাসভবনে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাপা নেতাদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মো. নুরুচ্ছাফা সরকারকে আহ্বায়ক এবং আব্দুর রব চৌধুরী টিপুকে সদস্য সচিব করে ১১২ সদস্যের চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন জাপা কেন্দ্রীয় নেতা সুজন দে, নুরুচ্ছফা সরকার, আব্দর রব চৌধুরী টিপু প্রমুখ।