লোকালয় ২৪

জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে, সিদ্ধান্ত কাল

জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে, সিদ্ধান্ত কাল

লোকালয় ডেস্ক: জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, জাতীয় পার্টি সরকারে না বিরোধী দলে থাকবে, সে বিষয়ে সিদ্ধান্ত হবে আগামীকাল বৃহস্পতিবার। কালই দলের নবনির্বাচিত সাংসদেরা শপথ নেবেন। এরপর দলের সংসদীয় বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ নিয়ে তারা মহাজোটের সঙ্গেও আলোচনা করা হবে।

আজ বুধবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে দলের প্রেসিডিয়াম সদস্যদের বৈঠকের পর তিনি সাংবাদিকদের এসব কথা জানান। সকাল ১০টায় বৈঠক শুরু হয়। তিন ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপা মহাসচিব বলেন, আগামীকাল পার্লামেন্টারি বোর্ডে সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি সরকারে থাকবে নাকি বিরোধী দলে থাকবে।

বৈঠকে দলের কো–চেয়ারম্যান জি এম কাদের, কাজী ফিরোজ রশীদ, ফয়সল চিশতী, আবু হোসেন বাবলা, মেজর জেনারেল (অব.) মাসুদ উদ্দিন, সালমা ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। গত সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে অবশ্য দেখা যায়নি।

প্রসঙ্গত, সংসদে বিরোধী দল হতে গেলে ১০ শতাংশ আসন (৩৮টি) থাকতে হয়, সেখানে জাতীয় পার্টির আছে ২২টি আসন।