লোকালয় ২৪

জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্ভোধন হলো মাসব্যাপী শিল্পপণ্য মেলা-২০২২

স্টাফ রিপোর্টার : জমকালো আয়োজনের মধ্য দিয়ে হবিগঞ্জ শহরের নিউফিল্ড মাঠে শুরু হয়েছে মাসব্যাপী শিল্পপণ্য মেলা-২০২২। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর উদ্যোগে ও বাংলাদেশ বেনারশী মসলিন এন্ড জামদানি সোসাইটির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মেলার ফিতা কেটে উদ্বোধন করেন হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির।  শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় মেলার উদ্বোধন করা হয়। পরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) হবিগঞ্জের সভানেত্রী তাহেরা রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমার পরিচালানায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও লাখাই আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহির। উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার এস এম মুরাদ আলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার উদ্বোধন উপলক্ষে কেক কাটেন এবং মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরবর্তীতে ২য় ধাপে রাত ৯টা থেকে শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। চলে রাত সাড়ে ১১টা পর্যন্ত। এতে চ্যানেল আই’র সেরা কন্ঠের শিল্পী হবিগঞ্জের কৃতি সন্তান সৈয়দ আশিকুর রহমানের গানে মাতোয়ারা হয় দর্শকরা। এর পূর্বে অনুষ্ঠানের শুরুতেই পুনাকের কার্যক্রম নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়। এতে হবিগঞ্জসহ সারা দেশে পুনাকের কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়।