লোকালয় ২৪

‘জনগণ আগামী নির্বাচনে এই অবরুদ্ধতার জবাব দিবে’

লোকালয় ডেস্ক: ‘জনগণ আগামী নির্বাচনে এই অবরুদ্ধ অবস্থার জবাব দিবে’। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের মানুষ আজ অবরুদ্ধ। মানুষের মনে শান্তি নেই। মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে না। কিছু লিখতেও পারে না। নির্বাচন আর বেশি দূরে নেই। জনগণ আগামী নির্বাচনে এই অবরুদ্ধ অবস্থার জবাব দিবে। জাতীয় পার্টির বনানী কার্যালয়ে মঙ্গলবার দুপুরে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বাংলাদেশ জনতা ফ্রন্টের মহাসচিব একেএম শফিকুল ইসলাম রঞ্জু, সহ-সভাপতি তসলিম উদ্দিন মুন্সীসহ বেশ কিছু নেতাকর্মী এরশাদের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

যোগদানকারীদের উদ্দেশে এরশাদ বলেন, আপনারা কেন যোগদান করতে এসেছেন। আপনারা বুঝতে পেরেছেন আগামী দিনে জাতীয় পার্টির ছাড়া কোনো বিকল্প নেই। আপনারা এসেছেন এতে জাতীয় পার্টির শক্তি বৃদ্ধি হলো। দেশের মানুষের কাছে বার্তা পৌঁছে যাবে, জাতীয় পার্টি ক্রমেই শক্তিশালী হচ্ছে। যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব এবিএম রুহল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভরায় প্রমুখ।