লোকালয় ২৪

জনগণের সঙ্গে তামাশা করার জন্যই ঐক্যফ্রন্টের এমন ইশতেহার: আওয়ামী লীগ

জনগণের সঙ্গে তামাশা করার জন্যই ঐক্যফ্রন্টের এমন ইশতেহার: আওয়ামী লীগ

লোকালয় ডেস্কঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐক্যফ্রন্টের ইশতেহার জনগণের সঙ্গে তামাশা করার সামিল বলে দাবি করেছে আওয়ামী লীগ।

সোমবার (১৭ ডিসেম্বর) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

ঐক্যফ্রন্টের ইশতেহারের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা মনে করি মানুষের সঙ্গে তামাশা করার জন্যই তারা এমন ইশতেহার দিয়েছে। তাদের কার্যক্রমের মধ্যে দিয়ে এটা কোনো অবস্থাতেই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হওয়ার কথা নয়। তারা সার্বিকভাবে ইশতেহারে যা বলেছে তা কোনোভাবেই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। মানুষকে বিভ্রান্ত করার জন্যই তারা এ ধরনের ইশতেহার দিয়েছে।’

আব্দুর রহমান বলেন, ঐক্যফ্রন্টের আশ্রয় প্রশ্রয়ে তারা নির্বাচন করার সুযোগ পেয়েছে। তারা যুদ্ধাপরাধীদের বিচার চলমান রাখবে, এটা কোনদিনই দেশের মানুষ বিশ্বাস করবে না।