লোকালয় ডেস্কঃ বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। এখানে জনসংখ্যার ঘনত্ব খুব বেশি। এজন্য জনগণের জীবনযাত্রার আরও মানোন্নয়নে আমাদের সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন।”
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার ‘বাংলাদেশ ডেলটা প্ল্যান ২১০০’ এর চূড়ান্ত খসড়া উপস্থাপন অনুষ্ঠানে একথা বলেন শেখ হাসিনা।
বৈঠকে শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ বিষয়ে জানান।
পরিকল্পনা কমিশনের সদস্য ড. শামসুল আলম এই খসড়া পরিকল্পনা উপস্থাপন করেন।
এই পরিকল্পনার বিভিন্ন বিষয় ও সুফল সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন তিনি।
নদ-নদীগুলোর নিয়মিত ড্রেজিং ও পুরনো নৌপথ চালুর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশে পদ্মা, যমুনা, মেঘনা ও আড়িয়াল খাঁর ভাঙন একটি সাধারণ চিত্র। ডুবোচরের কারণে এই ভাঙনের সৃষ্টি হয়।”
প্রতিবছর বন্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “বন্যার ভালো ও মন্দ দুই দিকই রয়েছে। বন্যায় পলি জমে জমির উর্বরতা বাড়ে এবং এতে ফসলের ফলন বৃদ্ধি পায়।”
নদী ভাঙন রোধে বালু উত্তোলনের স্থান পরিবর্তন ও যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন শেখ হাসিনা।
তিনি বলেন, “সুন্দরবনে ঘাসিয়া খাল ড্রেজিংয়ের ফলে সেখানে এখন জাহাজ চলছে। বিগত বিএনপি-জামায়াত সরকার মাছ চাষের জন্য ভাড়া দেওয়ার কারণে খালটি বন্ধ হয়েছিল।”
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, পানিসম্পদমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান, পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান এবং সংশ্লিষ্ট সচিবরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।