নিজস্ব প্রতিবেদক : সরকার জনগণকে কষ্টে ফেলতেই ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়িছে বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘আওয়ামী সরকার জনগণের শক্তিতে বিশ্বাসী নয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিতে বিশ্বাসী। তাই জনগণের ওপর জুলুম করতে তারা দ্বিধা করে না।’
মঙ্গলবার দুপুরে বিজয়নগর মোড়ে দাঁড়িয়ে এসব কথা বলেনে।
এ সময় তিনি খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন।