গাজীপুর- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূলে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৯তম জাতীয় সম্মেলন ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক প্রতিরোধে সোচ্চার হতে আনসার বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে।
এছাড়া নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা রাখায় আনসার বাহিনীর প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামাতের অগ্নি-সন্ত্রাসের বিরুদ্ধেও আনসার বাহিনীর সাহসী ভূমিকা ছিল।
দেশের শান্তি নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান।
এর আগে সকালে গাজীপুরের সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে পৌছান প্রধানমন্ত্রী। পরে সমাবেশে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন তিনি।
কুচকাওয়াজে সালাম গ্রহণ শেষে বীরত্বপূর্ণ ও সেবামূলকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের পদক প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।