লোকালয় ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ যেভাবে নির্মূল হয়েছে, মাদকও সেভাবে নির্মূল করা হবে। সরকার জঙ্গিবাদ নির্মূলের মতোই মাদক নির্মূলেও জিরো ট্রলারেন্স নীতি গ্রহণ করেছেন।
রোববার রাজধানীর জিরো পয়েন্টে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রসঙ্গত, গত রাতে ময়মনসিংহ, ফেনী, দিনাজপুর, বরিশাল ও টাঙ্গাইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে পাঁচজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ীসহ ডাকাতি ও বিভিন্ন মামলার আসামি। এদিকে যশোরে মাদক ব্যবসায়ীদের দুইপক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।