লোকালয় ডেস্কঃ নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রতিপক্ষের হামলা থেকে ছেলেকে রক্ষা করতে গিয়ে এক মা নিহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
২৬ এপ্রিল, বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরসভার ছয়ানী টবগা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম অঞ্জলী রানী ঘোষ (৪৫)। এই ঘটনায় অঞ্জলীর স্বামী নারায়ণ চন্দ্র দেবনাথ চাটখিল থানায় একটি হত্যা মামলা করেছেন। পরে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন খোকন ও তপন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাত ৯টার দিকে ঘোষ বাড়িতে অঞ্জলী রানী ঘোষের ছেলে আকাশের (২১) সঙ্গে একই বাড়ির খোকনের মারামারির ঘটনা ঘটে। এ সময় অঞ্জলী রানী তার ছেলে আকাশকে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করতে এগিয়ে যান। একপর্যায়ে খোকন ও তার ভাই তপন প্রতিপক্ষ আকাশ ও তার মা অঞ্জলী রানীর ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলে অঞ্জলী রানীর মৃত্যু ঘটে। পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠায়।
দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। এ বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছেন ওসি।