লোকালয় ২৪

ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

ক্রাইম ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বেসরকারি টোবাকো কোম্পানির এক প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের সময় খোকন সূত্রধর নামে (৩০) নামে এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।

সোমবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার পৌর শহরের লাল বাজার এলাকার জনতা ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে।
আটক খোকন বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের রমেশ সূত্রধরের ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, দুপুরে লাল বাজারের জনতা ব্যাংকে মানিক দেবনাথ নামে টোবাকোর এক প্রতিনিধি টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে কয়েকজন ছিনতাইকারী ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় মানিকের চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের ঘিরে ফেলে টাকার ব্যাগসহ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। এদিকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মানিককে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

ওসি আরো জানান, আটক যুবকের বিরুদ্ধে যথাথত আইনগত ব্যবস্থা নেওয়া হবে ও তার সহযোগীদের গ্রেফতারে সাড়াশি অভিযান চলছে।