লোকালয় ২৪

‘ছায়া’ দল গঠনের সিদ্ধান্ত বিসিবির

http://lokaloy24.com/

লোকালয় ডেস্ক:

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে ‘ছায়া’ দল গঠনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার নাম রাখা হয়েছে বাংলাদেশ টাইগার্স। আজ মঙ্গলবার বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের প্রস্তুত রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

বোর্ড সভায় অনুমোদন পাওয়ায় খুব শিগগিরই দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে এই দল গঠন করা হবে। এ দলটি মূলত জাতীয় দলের বিভিন্ন চাহিদা মিটাবে বলে জানানো হয়েছে। পাপন বলেন, ‘জাতীয় দলে ডাক না পাওয়ারাদের জন্য স্যাডো (ছায়া) দল করা হবে। জাতীয় দলের অনুশীলনের যেকোনো সুবিধা তারা পাবে। তাদের দলের বাইরে থাকার সময় কিভাবে নিজেদের তৈরি রাখবে এই চিন্তা থেকে এই দল তৈরি হয়েছে।’

আপাতত জাতীয় দলের হেড কোচের অধীনেই দেশীয় কোচরা সারা বছর এই ক্রিকেটারদের নিয়ে কাজ করবে। এখানে কোনো একটা পজিশনে যদি ক্রিকেটার বাছাই করতে হয় এই দল থেকে সরাসরি নিয়ে নেবে। এক পজিশনের জন্য কয়েকজন ক্রিকেটার থাকবেন। যেন দ্রুত সিদ্ধান্ত নেওয়া সঠিক হয় বলেও জানান তিনি।

বোর্ড সভাপতি বলেন, ‘এখন যেটা হয়, ধরুন ওপেনিংয়ে একটা খেলোয়াড় নেই। খেলবে না অথবা ইনজুরিতে বা কোনো কারণে নেই, তখন আমরা ট্রায়ালের মত একেকদিন একেক জনকে চেষ্টা করি। আজকে একে করি, কালকে ওকে করি। কিন্তু আমাদের যদি ক্রিকেটার প্রস্তুত থাকত, যদি জাতীয় দলে দরকার হয় কে যাবে… এভাবে এক নম্বর, তিন নম্বর, সাত নম্বর- পজিশন অনুযায়ী কোচ চাহিদার কথা বলে দিবে ওই অনুযায়ী আমরা খেলোয়াড়দের সারা বছর ট্রেনিং দেব। যাতে জাতীয় দলের প্রয়োজনে সাথে সাথে বিকল্প হিসেবে চলে যেতে পারে।’