‘ছাত্র আন্দোলনের মাধ্যমে পুলিশের শিক্ষা হয়েছে’

‘ছাত্র আন্দোলনের মাধ্যমে পুলিশের শিক্ষা হয়েছে’

অনলাইন ডেস্ক : ‘শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে পুলিশের শিক্ষা হয়েছে। ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা জনগনকে সচেতন করার সুযোগ পেয়েছি। এটিকে ক্যাপিটালাইজ (সুযোগ কাজে লাগানো) করতে চাই। আমরা মনে করি ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন আমাদের জন্য শিক্ষণীয় হয়েছে। আমরা এ আন্দোলনকে পুঁজি করে এগিয়ে যাব।’ আজ সোমবার (০৬ আগস্ট) সকালে নগরীর দামপাড়া পুলিশের অস্থায়ী কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মাহাবুবুর রহমান।

 

শ্রমিকদের সচেতন করতে পারলে পুলিশ সফল হবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, যেকোনো দুর্ঘটনায় চালক ও সহকারী আহত হয়। তারাও চিরতরে পঙ্গু হয়ে যায়। পুরো পরিবার ক্ষতিগ্রস্ত হয়। তাই যানবাহনের শ্রমিকদের সচেতন করা গেলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে বলে মনে করেন তিনি।

 

সিএমপি কমিশনার বলেন, আইনভঙ্গের দায়ে প্রতি মাসে চার কোটি টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। তারপরও আইন ভাঙার প্রবণতা কমছে না। আইন না মানার সংস্কৃতি গড়ে উঠা। আইন না মেনে ঠিকে থাকার অভ্যাস গড়ে উঠার কারণে পুলিশ শতভাগ সফল হতে পারছে না বলে জানান পুলিশ কমিশনার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com