লোকালয় ২৪

ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হলে তল্লাশি, আটক ১০

ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় হলে তল্লাশি, আটক ১০

বার্তা ডেস্কঃ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ।

৯ মার্চ, শুক্রবার রাত সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত তল্লাশি চালিয়ে তিনজন বহিরাগতসহ ১০ জনকে আটক করেছে পুলিশ।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘রুয়েটে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা কয়েকটি হলে তল্লাশি চালিয়েছি। এ সময় ৭ জন অনাবাসিক শিক্ষার্থী এবং ৩ জন বহিরাগতকে আটক করা হয়েছে।’

তিনি আরও জানান, ৮ মার্চ, বৃহস্পতিবার  রাতে আবদুল হামিদ হলে রুয়েট ছাত্রলীগের সভাপতি নিবির ও সম্পাদক তপু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে তা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে।

দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হলে ভাঙচুর করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের অন্তত ৮ জন নেতাকর্মী আহত হন।