লোকালয় ২৪

চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগরসহ ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার পতিত

চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগরসহ ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার পতিত

লোকালয় ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লালবাগ এলাকায় চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগরসহ ৬ আরোহীকে নিয়ে এএইচডাব্লিউ নামে ইমপ্রেস হেলিকপ্টার আছড়ে পড়েছে। বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সুস্থ আছেন বলে জানিয়েছেন গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

ফরিদুর রেজা সাগর ছাড়া হেলিকপ্টারে আরও ছিলেন, স্বর্ণকিশোরী নেটওয়ার্কের পরিচালক ফারজানা ব্রাউনিয়াসহ আরও পাঁচজন।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘দুপুর ১২টার দিকে গোদাগাড়ী উপজেলার আনোয়ারা ফহিম জিয়াউদ্দীন পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে স্বর্ণ কিশোরীদের মাঝে সাইকেল বিতরণ জন্য যান চ্যানেল আইএ’এর ইমপ্রেস টিম। বেলা সোয়া তিনটার দিকে উপজেলার লালবাগ হ্যালিপ্যাড থেকে ঢাকায় ফেরার সময় স্থানীয় গফুর মণ্ডলের বাসার সামনে হেলিকপ্টারটি আছড়ে পড়ে। এতে ছয়জন আহত হন।