লোকালয় ২৪

চোর, ডাকাত, সন্ত্রাসীদের সাথে কোন আপোস নেই: হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

চোর, ডাকাত, সন্ত্রাসীদের সাথে কোন আপোস নেই: হবিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা (বিপিএম সেবা) বলেছেন, চোর, ডাকাত, সন্ত্রাসী, অসামাজিক কার্যকলাপের সাথে যারা জড়িত তাদের সাথে কোন আপোস নেই। এরা সমাজের শত্র“, দেশের শত্র“। এদের দ্বারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হয়। এদেরকে সকলের সহযোগিতায় আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাদের দমন করতে যা যা পদক্ষেপ নেয়া দরকার তা পুলিশ নেবে। আমরা চাই মানুষের শান্তি, নিরাপদে পথ চলা। তিনি বলেন, হবিগঞ্জের যেমন জল সম্পদ রয়েছে, পাহাড়ি সম্পদ রয়েছে, চা রয়েছে, গ্যাস রয়েছে। সব দিক দিয়ে সারা দেশে হবিগঞ্জবাসীর সুনাম রয়েছে। কিন্তু একটি জায়গায় গিয়ে আমাদের মাথা নিছু করতে হয়, আর সেটি হচ্ছে দাঙ্গাহাঙ্গামা। এ দাঙ্গা দমনে সকলকে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, মাদক সকল অপরাধের জন্ম দেয়। সীমান্ত দিয়ে মাদক আসে। এর গন্তব্য হচ্ছে যুবসমাজ। তাই আমাদের দায়িত্ব ছেলে-মেয়েরা যাতে মাদক ব্যবসায়ীদের গন্তব্য না হয় সে দিকে সকলে সতর্ক থাকলেই সমাজ থেকে মাদক নির্মুল হবে। তিনি বলেন, হুরগাওয়ে ডাকাতির সাথে জড়িত বাহারকে রিমান্ডে এনে অন্যান্য জড়িতদের আমরা খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো। তাদের যারা সহযোগিতা করবে তাদেরকেও ছাড় দেয়া হবে না। তাদের ব্যাপারে আমরা কঠোর থেকে কঠোর হবে। তাদের আমরা দমন করবোই। দাঙ্গা হাঙ্গামা থেকে বিরত থাকাসহ সকল অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সকলে সোচ্চার হলে হবিগঞ্জ সারা দেশে একটি মডেল জেলায় রূপান্তর হবে।
হবিগঞ্জ পশ্চিমা লের ২৩ গ্রাম নিয়ে গঠিত বার যুব সংঘের উদ্যোগে অসামাজিক কার্যকলাপ রোধে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা উপরোক্ত কথা বলেন।
লুকড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বার যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম দুলাই। বার যুব সংঘের সাধারন সম্পাদক মাসুক চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ জিতু মিয়ার পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সহিদুর রহমান, বার প ায়েতের সবাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আকরাম আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, লুকড়া ইউনিয়ন চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস, রাজিউড়া ইউনিয়ন চেয়ারম্যান শেখ কামাল, জাহির মিয়া চৌধুরী। বক্তব্য রাখেন রিচি গ্রামের ডাঃ বরকত আলী, কাজল আহমেদ, লোকড়া গ্রামের আলফু মিয়া, বামকান্দি গ্রামের আব্দুল হক, এডঃ মোঃ ইলিঢাস, ধল গ্রামের মোঃ বাচ্চু মিয়া, আব্দুল খালেক, বোমাপুরের সাজন মিয়া, বেকিটেকার সুরুক মিয়া, ভাটপাড়ার উসমান মিয়া, আসেঢ়ার আওলাদ মিয়া, ফান্দ্রাইলের আলফু চৌধুরী, চরিপুরের আলাই মিয়া, সানাবইর মরতুজ আলী মেম্বার, রায়পুরের আব্দুল কাইয়ূম, হুরগাওয়ের আহাজ্ব ভিয়রাজ মিয়া মেম্বার প্রমুখ।