লোকালয় ২৪

চুরি করতে গিয়ে নিজেকে বাঁচাতে চোরই ডেকে আনল পুলিশ!

চুরি করতে গিয়ে নিজেকে বাঁচাতে চোরই ডেকে আনল পুলিশ!

চিত্র-বিচিত্র ডেস্ক : চুরি করতে ঢুকেছিল এক চোর। তবে শেষ পর্যন্ত চুরি করা তো হলোই না, উল্টো পুলিশ ডেকে নিজেকেই উদ্ধার করাতে হলো। নরওয়ের ট্রনদেলাগেতে ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ট্রনদেলাগ পুলিশের কাছে একটি ফোন আসে। ফোনে পুলিশের কাছে এক কিশোর আকুতি করতে থাকে তাকে উদ্ধারের জন্য। কোথায় রয়েছে জানতে চাওয়ায় সে পুলিশকে জানায়, চুরি করতে ঢুকে একটি গাড়ির ভিতরে আটকে রয়েছে সে।

পুলিশ জানিয়েছে, আগের দিন রাতে ঘুরে ঘুরে ভোরের দিকে একটি শো-রুমে ঢুকে গাড়ি চুরি করতে যায় সে। গাড়ির কাচ ভেঙে ভিতরে ঢুকে তো পড়ে। কিন্তু গাড়ির দরজা লক হয়ে যাওয়ায় আর বের হতে পারেনি। অনেক চেষ্টার পরেও বের হতে ব্যর্থ হয় সে। শেষে আর উপায় নেই দেখে সরাসরি পুলিশকেই ফোন করে বসে।

নরওয়ে এক পুলিশ কর্মী বলেন, আগে থেকেই আমাদের চেনে ওই কিশোর। তাই এ রকম পরিস্থিতিতে পুলিশের শরণাপন্ন হওয়াই মনস্থির করে। তাকে উদ্ধার করতে পুলিশ পৌঁছলে নিশ্চিন্ত হয় ওই চোর। ওই কিশোরের বয়স ১৭ বছর। গাড়ি থেকে উদ্ধারের পর তাকে সোজা থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পরে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।