সংবাদ শিরোনাম :
চুনারুঘাট ৫টি ড্রেজার মেশিন ধ্বংস: দুজনকে কারাদন্ড

চুনারুঘাট ৫টি ড্রেজার মেশিন ধ্বংস: দুজনকে কারাদন্ড

চুনারুঘাট ৫টি ড্রেজার মেশিন ধ্বংস: দুজনকে কারাদন্ড
চুনারুঘাট ৫টি ড্রেজার মেশিন ধ্বংস: দুজনকে কারাদন্ড

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখোলা ইউনিয়নের পানছড়ি এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত ৫ টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস পুড়িয়ে ধ্বংস করে এবং প্রায় ৩০০ মিটার বালু উত্তোলনের পাইপ নষ্ট করে দেয়।

এছাড়া বালু উত্তোলনের কাজে আটক দুই ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকাল ৬টায় চুনারুঘাটের সহকারি কমিশনার নুসরাত ফাতিমা এ আদেশ দেন।

স্থানীয়রা জানায়, শানখলা ইউনিযনের গাধাছড়ায় একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সহকারি কমিশনার নুসরাত ফাতিমা একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান।

এসময় একই এলাকার আঃ সালাম (৪৫) ও আকছির মিয়া (২৫) কে আটক করেন এবং বালু উত্তোলনের কাজে ৫টি ড্রেজার মেশিন ও প্রায় ৩০০ মিটার পাইপ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেন। পরে আদালত দুজনকে এক মাস বিনাশ্রম কারাদন্ড দেন।

এর আগে নুসরাত ফাতিমার নেতৃত্বে গত এক মাসে উপজেলার বিভিন্ন নদী ও ছড়া থেকে কমপক্ষে ২০টি ড্রেজার মেশিন ও সহস্রারাধিক মিটার পাইপ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এছাড়া এসব ঘটনায় বেশ কয়েকজনকে কারাদন্ড ও প্রায় ১০ লক্ষাধিক টাকা জরিমানা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com