মো: ফারুক মিয়া, চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় যোগাযোগ ক্ষেত্রে আজও অবহেলিত। দীর্ঘ ৪৮ বছরেও তেমন উন্নয়নের ছোয়া লাগেনি। উপজেলা এলজিইডি’র তথ্য মতে জানা যায় যে, চুনারুঘাট উপজেলায় সর্বমোট ৭৯১.১৮ কি.মি. এলজিইডি’র সড়কপথ রয়েছে। এর মধ্যে ৪৮ বছরে এ পর্যন্ত মাত্র ২২৫.৩৪ কি.মি সড়ক পাকাকরণ করা হয়েছে। বাকী ৫৬৫.৮৪ কি.মি. সড়কপথ আজও পাকাকরণ করা হয়নি। এসব সড়কপথ খানাখন্দে ভরা। যার ফলে গ্রামীন জনপদের মানুষজন চরম দূর্ভোগের মধ্যে পতিত হচ্ছে। বিশেষ করে কৃষকদের উৎপাদিত পণ্য সামগ্রী উপজেলা কিংবা জেলা সদরে সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এতে করে সাধারণ কৃষকগণ উৎপাদিত পণ্য সামগ্রীর উপযুক্ত মূল্য প্রাপ্তি থেকে বি ত হচ্ছে। স্বাধীনতার পর হবিগঞ্জ জেলার অন্যান্য উপজেলায় যোগাযোগ ক্ষেত্রে অনেক উন্নয়ন সাধিত হয়েছে। অথচ চুনারুঘাট উপজেলার সড়ক যোগাযোগ মান্দাতার আমলেরই রয়ে গেছে। তেমন উন্নয়নের ছোয়া লাগেনি। এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী মিশুক কুমার দত্ত জানান, এলজিইডি’র অধীনস্থ সকল সড়কগুলো পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে। এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত রয়েছেন। অন্যদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী অঙ্গীকার গ্রামকে শহরের সুযোগ-সুবিধা প্রদান করা হবে। তাই উপজেলার সকল সড়কগুলোই পর্যায়ক্রমে পাকাকরণ করা হবে।