চুনারুঘাট প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজনীতিবিদ, পেশাজীবি, প্রশাসনিক কর্মকর্তা ও সাংবাদিকদের অংশগ্রহণে অনলাইন গণমাধ্যম কর্মীদের সংগঠন চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার কৃষ্ণপুর গ্রামস্থ সংগঠনের সাধারণ সম্পাদক ফারুক মিয়ার বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন- চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ফারুক মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন-অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক মোঃ মাসুক মিয়া মাষ্টার। মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন হাজী আকবর হোসেন। সভাপতির বক্তব্য ও অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া গণমাধ্যম কর্মীদের প্রতিনিধিত্ব করছে। ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি অনলাইন প্রেসক্লাবের অগ্রযাত্রায় সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ও চুনারুঘাট-মাধবপুর নির্বাচনী এলাকা (হবিগঞ্জ-৪) আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী সৈয়দ মুনির। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, লন্ডন প্রবাসী শাহ সৈয়দ সেলিম আহাম্মেদ, আইয়ুব আলী মহালদার, দিলবর আলী, বীর মুক্তিযোদ্ধা আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা আঃ নূর তরফদার, মামুনুর রশিদ আফজল, ডিবি পুলিশ জাকির হোসেন, জাহাঙ্গীর আলম মাষ্টার, সহকারী কৃষি শিক্ষক, গাতাবলা দাখিল মাদ্রাসা, মৌলভীবাজার জজকোর্টের এডভোকেট মোঃ ইমরান লস্কর, হরিণমারা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ আব্দুল ছাত্তার, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাসুক মিয়া মাষ্টার, দৈনিক সিলেটের বাণী, সহ-সভাপতি মোঃ আশরাফুল আলম দুদু কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাংবাদিক হবিগঞ্জের সাপ্তাহিক খবর, আইন বিষয়ক সম্পাদক এইচ.আর আফজাল আহমেদ, সাংবাদিক ওয়াহিদুল ইসলাম জিতু, হাবিবুর রহমান মোল্লা, সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী, জুবায়ের, ফজর আলী, আলী মিয়া, আলতা মিয়া, উম্মত আলী প্রমুখ।