লোকালয় ২৪

চুনারুঘাটে ২শ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চুনারুঘাটে ২শ শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে অসচ্ছল পরিবারের ২০০ শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ১টায় উপজেলার মোস্তফা শহীদ অডিটরিয়ামে চুনারুঘাট ফ্রেন্ডস্ সোসাইটি বিডি-ইউ এস এ ২০০১ এর উদ্যোগে এস এম আক্তারের সভাপতিত্বে এবং আজাদুর রহমান আজাদের পরিচালনায় আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান অপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মাহবুবা বিলকিস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাঈদুল হক সুমন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইন্তাজ উল্লা, সমকাল প্রতিনিধি মোস্তাক আহমদ তরফদার মাসুম, দিপঙ্কর দেবনাথ টিটু প্রমুখ।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে চুনারুঘাট উপজেলার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার ২০০ অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে একটি করে স্কুল ব্যাগ, জ্যামিতি বক্স ও ছাতা বিতরণ করা হয়।