চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট সাপের কামড়ে এক স্কুল ছাত্রের প্রানহানি ঘটেছে।
সোমবার উপজেলার দেওরগাছ ইউনিয়নের জুড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
সে স্থানীয় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, উপজেলার ঝুড়িয়া গ্রামের মোঃ রফিক মিয়ার ছেলে শরিফ মিয়া (১৪) রবিবার সন্ধায় বাড়ির কাছেই একটি ছড়ায় ব্রীজের কাছে মাছ ধরছিল। এসময় একটি সাপ তাকে কামড় দেয়।
খবর পেয়ে আত্বীয়স্বজনরা তাকে রাতেই একটি ক্লিনিকে এনে ইনজেকশন প্রয়োগ করে বাড়িয়ে নিয়ে যায়। রাত দেড়টার দিকে তার বিষক্রিয়া হলে সে মারা যায়।