সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের কামড়ে গরু-ছাগলের মৃত্যু ॥ আক্রান্ত ২

চুনারুঘাটে বেওয়ারিশ কুকুরের কামড়ে গরু-ছাগলের মৃত্যু ॥ আক্রান্ত ২

 

 হবিগঞ্জের চুনারুঘাট
উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর গ্রামে বেওয়ারিশকুকুরের কামড়ে নিরীহ কৃষকের গাভী ও ছাগলের মৃত্যু সহ ২ জন আক্রারান্ত হয়েছে।

আক্রান্ত ২ জনকে চুনারুঘাট উপজেলাস্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, সোমবার দুপুরে রূপসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয়এলাকাবাসী সূত্রে জানা যায়, রূপসপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী কৃষক বৈকুন্ঠ শীলের পুত্র শ্রী উপেন্দ্র শীলের ১টিগাভী গরু ও ১টি ছাগল, একই গ্রামের চঞ্চল চন্দ্র শীলের ১টি ওকমলপুর গ্রামের লালমোহনের ১টি, আশিষ দেবনাথের ১টি ছাগল কুকুরের কামড়ে মারা যায়। কুকুরকে ধাওয়া করলে কুকুরেরকামড়ে আরো ২ জন লোক আক্রান্ত হয়।

আক্রান্ত ২ জন হল-উপজেলার রূপসপুর গ্রামের সুভাষ শীল (২৫) ও জগদীশ শীল (৩০)। এঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে। কুকুরের আতংকে
রূপসপুর গ্রামের অভিভাবকরা তাদের কোমলমতি শিশুদেরকে স্কুলেপাঠাতে ভয় পাচ্ছেন। ইতিপূর্বে কখনো এলাকায় কুকুরেরউপদ্রব দেখা যায়নি। ইদানিং এলাকায় অসংখ্য কুকুরের উপদ্রবদেখা দিয়েছে। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেনএলাকার সচেতন মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com