চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের সাড়াশি অভিযানে বিভিন্ন মামলার ২৭টি ওয়ারেন্টভূক্ত ১০ জন পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দিনগত গভীর রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ উল্লার নির্দেশনায় সিনিয়র এএসপি মাধবপুর সার্কেল ও চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান নেতৃত্বে এসআই এএসআইসহ বিপুল সংখ্যক সঙ্গিয় ফোর্স নিয়ে চুরি ডাকাতি মাদক নারী নির্যাতনসহ সিআর ও জিআর মামলার বিভিন্ন পলাতক আসামীদের গ্রেফতার করা হয় ।