লোকালয় ২৪

চুনারুঘাটে পানি নিস্কাশনকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরন

চুনারুঘাটে পানি নিস্কাশনকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরন

এম এস জিলানী আখনজী, চুনারুঘাট প্রতিনিধি: চুনারুঘাটে আসামপাড়া বাজারে পানি নিস্কাশনের নালা সহ বিভিন্ন বিষয় নিয়া বিরোধ ও মনোমালিন্যকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরন গঠিয়েছে এক পক্ষ। পক্ষটি অত্যান্ত উগ্র ও উশৃংখল প্রকৃতির লোক। তাহারা সমাজের নিয়ম কানুন তথা এলাকার বিচার সালিশ কিছুই মানেন না। নানা অপকর্মের সাথে জড়িত, গায়ের জোরে যখন যাহা খুশি তাহাই করিয়া বেড়ায়। গত ১৯ মে সকাল ১০: ৪৫ মিনিটে আসামপাড়া বাজারের মৃত আঃ মন্নানের পুত্র মোঃ বাদশা মিয়া (৪৫), বাদশা মিয়ার পুত্র তুহিন মিয়া (২৭), আব্দুল মন্নানের পুত্র আরজু মিয়া (৪৫) ও মাসুক মিয়া (৩৮), কাশেম মিয়া (৪০) ও বিলপাড়ের মুক্তার মিয়ার পুত্র আরজু মিয়া (৫০) কে, তাদের দ্বারা বন্ধ হওয়া বসত বাড়ীর পূর্ব পাশে ও বাজারের পানি নিস্কাশনের নালাটি পূন খননের অনুরুধ জানান আসামাপাড়া বাজারের মৃত আঃ হক খানের পুত্র মোঃ মহব্বত খান। কিন্তু তাহার কথায় কর্নপাত না করিয়া উল্টো নালাটিতে জোরপূর্বক মাটি ভরাট করিয়া, তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে উল্লেখিত দুর্বৃত্যরা। বাক বিতন্ডের এক পর্য্যায়ে বসত ঘর হইতে বাহির হইয়া প্রতিবাদ করায় মহব্বত খানের উপর ছড়াও হয়ে বিবাদীরা উত্তেজিত হইয়া তাকে দেশীয় অস্ত্রশস্ত্র দ্বারা এলোপাতারী মারপিট কিল, ঘুষি ও লোহার রড দ্বারা তাহার শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক চেছাফুলা যখম করে। এতে আহত হন মহব্বত খান ও তার বৃদ্ধা মা। মহব্বত খানের মায়ের গলায় থাকা ৬০ হাজার টাকা মূল্যের সোনার চেইনটি চিনিয়ে নেয় এবং মহব্বত খানের বসত ঘরের আশপাশে একের পর এক ককটেল বোম বিস্ফোরন গঠাতে থাকে বলে জানান, মহব্বত খান ও তার অত্মীয় স্বজনরা। এই মর্মে মহব্বত খান বাদী হয়ে উপরে উল্লেখিত দুর্বৃত্যদের উপর চুনারুঘাট থানায় মামলা দ্বায়ের করেন।